
মোঃ জসীম উদ্দীন, পিতা- আলহাজ্ব হাফিজ উদ্দীন, মাতা- রাহেলা, তিনি জেলা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাধীন সাতানীপাড়া মহল্লায় ০২/০২/১৯৮৫খ্রীঃ তারিখে জন্ম গ্রহন করেন। ভাল ছাত্রের লেবাসে মেরিট লিস্ট ছিল মাদারাসা ও বিশ্ববিদ্যালয়ে। দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মেধাবী আইনজ্ঞ হিসেবে পরিচিত, দেশের দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) মাদরাসা সমূহে “অধ্যক্ষ/হাকীম মুফতী” হিসেবে সু-প্রসিদ্ধি লাভ করেন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক, মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ (NEBBD) এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সুবাদে আমন্ত্রিত অতিথি হয়ে বিভিন্ন সেমিনারে যোগ দিয়েছেন ভারত, জর্ডান, মিশর, সৌদি আরব। মুলাক্বাত হয়েছে জগৎ বিখ্যাত মনিষীদের সাথে।
আইন বিষয়ক কলাম লিখে চলেছেন দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা গুলোতে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি :-
আইন অঙ্গনে ৫টি- “মুসলিম আইন”,Òইসলামিক জুরিসপ্রুডেন্সÓ, Òহিন্দু আইনÓ, ÒCristian LawÓ, Law Glossary (1st, 2nd, 3rd Volume)
মাদরাসা অঙ্গনে ৫টি- ‘ফতোয়ার মূলনীতি”, “নূরানী মুআল্লিম/মুআল্লিমা প্রশিক্ষণ”, “নূরানী প্রশিক্ষণের সারমর্ম”, “বেফাক কায়দা” “বেফাক আমপারা” বাংলা, আরবী, ইংরেজী, উর্দু ও ফার্সি ভাষা চর্চায় বিশেষ অবদান রাখায় পদক (Medal) পান।
বুখারী শরীফের দারস প্রদান কৃত প্রতিষ্ঠান সমূহ:
১। জামিয়া হামি্উস্ সুন্নাহ (কাচারী মাদরাসা), পূর্বধলা, নেত্রকোনা।
২। ফাতিমাতুয-যাহরা রাঃ মহিলা মাদরাসা, কাশীপুর, রহিমগঞ্জ, ফুলপুর, ময়মনসিংহ।
৩। জামিয়া মদিনাতুল উলূম গফরগাও, ময়মনসিংহ।
৪। জামিয়া রিজায়ে মাওলা, পরানগঞ্জ, সদর, ময়মনসিংহ।
৫। জামিয়া মুমিনা খাতুন দেউলপাড়া, জয়ধরখালী, পাগলা, ময়মনসিংহ।
৬। জামিয়া আঞ্জুমান, শম্ভুগঞ্জ বাজার, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ।
শিক্ষা পরিচালক পদে দায়িত্ব পালনকৃত প্রতিষ্ঠান সমূহ:
১। ধলা যাত্রাবাড়ী দারুল উলূম মহিলা মাদরাসা, পূর্বধলা, নেত্রকোনা (২০০৬-০৭ শিক্ষা বর্ষ)
২। আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা, ৪৮ বাঘমারা রোড, ময়মনসিংহ (২০০৭-০৮ শিক্ষাবর্ষ)
৩। আল হুমাইরা মহিলা মাদরাসা, শেরপুর রোড, ফুলপুর, ময়মনসিংহ (২০০৮-২০১০)
প্রতিষ্ঠাতা/অধ্যক্ষ পদে দায়িত্ব পালনকৃত প্রতিষ্ঠান সমূহ:
১। সওতুল হেরা মহিলা মাদরাসা, ধলা-যাত্রাবাড়ী, পূর্বধলা, নেত্রকোনা।
২। হাজী স্কুল এন্ড কলেজ, পাড়াগাঁও, ভালুকা, ময়মনসিংহ।
৩। ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদরাসা, জামিরদিয়া(ডুবালিয়াপাড়া), ভালুকা, ময়মনসিংহ।
৪। আলহাজ্ব হাফিজ উদ্দীন রহঃ মসজিদ ও ঈদগাহ কৃষ্ণপু, ধোবাউড়া, ময়মনসিংহ।
সভাপতি/সহ-সভাপতি/সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকৃত প্রতিষ্ঠান সমূহ:
১। রাহে জান্নাত মহিলা মাদরাসা, জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ।
২। হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, মীরকান্দাপাড়া, সার বাজার, সদর, ময়মনসিংহ।
৩। জামিয়া তালীমুন নাজাত (আদর্শ মহিলা মাদরাসা), কলাপাড়া, নকলা, শেরপুর।
৪। রিজায়ে মাওলা মাদরাসা, পরানগঞ্জ, সদর, ময়মনসিংহ।
৫। আঃ কাদির রহঃ জান্নাতুল বানাত মাদরাসা, চরঈশ্বরদিয়া, সিটি, ময়মনসিংহ।
৬। বাইতুল কারীম মাসজিদ, চররঘুরামপুর, শম্ভুগঞ্জ, মহানগর, ময়মনসিংহ।