
বোর্ডের নাম (বাংলা) : বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ইনস্টিটিউট ।(প্রতিষ্ঠালঘ্ন
থেকে ২০২১খ্রীঃ সাল পর্যন্ত)
২০২২খ্রীঃ সাল হতে : নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ (nebbd)
(আরবী) : وفاق المدارس القومية بنغلاديش
(ইংরেজি) : Nurani Education Board Bangladesh
স্থাপিত : ১০/১০/১০খ্রীঃ
হাফিজুল কুরআন ওয়াল হাদীস মাওঃ নুূরুদ্দীন গহরপুরী রহঃ এর ফয়েয, বরকত ও ইশারায় প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠাতা : ১। মাওঃ আব্দুল জাব্বার জাহানাবাদী, মহাসচিব, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)। ২। হাকীম মুফতী মোঃ জসীম উদ্দীন, মহাসচিব, নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ ও আইন সচিব, কওমী শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ।
প্রথম উপদেষ্টা কমিটি : ১। মুফতী ওয়াক্কাস (রহ) সাবেক এম.পি, মন্ত্রী, ২। মাওঃ গিয়াস উদ্দীন (রহ), শায়খে বালিয়া, ৩। অধ্যাপক মাওঃ যুবায়ের আহমাদ চৌধুরী, মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ (nebbd) ১০/১০/১০খ্রীঃ তারিখে প্রতিষ্ঠা লাভ
করে মাহে রমযানে সবুজ বাংলার জেলা-উপজেলা পর্যায়ে কেন্দ্র সমূহে ১৫
হাজারের বেশী নূরানী শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণ ও নূরানী শিশু/বয়স্ক
শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সুশিক্ষিত জাতি গঠনে অবদান
রেখে চলছে৷ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র, এতিম, অসহায়দের
সহযোগীতা/সেবা করে আসছে৷
এমতাবস্থায় আপনাদের দুআ,
সহযোগীতা আমাদের নূরানী পরিবারকে অনুপ্রাণিত করবে৷