চেয়ারম্যান এর বাণী

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ৷ প্রিয় মুসলিম জাহানে নূরানী পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নবীয়ে রহমত সায়্যিদুল মুরসালিন সা. এর প্রদর্শিত রাহে প্রচেষ্ঠাকারী আপনাদের প্রিয় প্রতিষ্ঠান নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ (NEBBD) এর উদ্যোগে নূরানী মুআল্লিমা প্রশিক্ষণ, নূরানী ক্বারীয়ানা ট্রেনিং, নূরানী বয়স্ক/শিশু শিক্ষা, প্রশিক্ষণ প্রাপ্তদের মুযাকারা-তরবিয়্যতী কোর্স ও সমাজ সেবার আয়োজন করা হয়েছে ৷ উক্ত আয়োজনে আপনার/আপনাদের দুআ, সহযোগীতা  নূরানী পরিবারের কাজকে ত্বরান্বিত করবে৷ রাব্বে কারীম নূরানী পরিবারকে, তাদের সহযোগীদের ও সকল শুভাকাংখীদের কবুল করুন, আমীন।